নিজস্ব প্রতিবেদক:
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইংরেজি ভাষা শিক্ষার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ভারটেক্স ইংলিশ হোম-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় মেজরটিলা শাখায় এবং বিকাল ২টায় সড়কের বাজার শাখায় এই আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ভারটেক্স ইংলিশ হোম-এর পরিচালক ফয়সল আহমদ।
হোম-এর শিক্ষার্থী ইসরাত জাহান আভা এবং তোফায়েল আহমদ ইমনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক মো. আব্দুল বাছিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
আতিফ নেওয়াজ, সৌরভ খান নয়ন, আসাদ মাহবুব, মুহসিন শাবাব, সাইদুল ইসলাম, কাওসার আহমদ, মেহদী হাসান, রনি, সায়েমা আক্তার, ফেরদাউস আলম, তাজকিয়া, হুসাম উদ্দিন, আব্দুল মুকিত মঞ্জুর, তাহমিনা আক্তার শিফা, শামিমা রহমান জোনাকি, মাহবুবুল আলম, মাহবুবুর রহমান রুহিন।
সভাপতির বক্তব্যে ভারটেক্স ইংলিশ হোম-এর পরিচালক ফয়সল আহমদ বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির জন্য সুনাগরিক হিসেবে গড়ে তুলার জন্যই ভারটেক্স এর যাত্রা। পাশাপাশি শিক্ষার্থীদেরকে সহজেই ইংরেজি ভাষা শেখার আগ্রহ তৈরী করে দেয়া। এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করে ক্যারিয়ান গঠনে সহায়তা করা।
অতিথির বক্তব্যে মো. আব্দুল বাছিত বলেন, ভারটেক্স ইংলিশ হোম ইংরেজি শেখার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে বিশ্বাস করি। ইংরেজিকে শেখার মাধ্যমে নিজেকে জানা ও সমাজকে উপলব্ধি করে শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে মনে করি। পাশাপাশি সহজভাবে ইংরেজ শিক্ষার এই আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়বে। শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে বলেন, ফয়সল স্যারের ইংরেজি শেখানোর পদ্ধতি অন্যান্য যেকোনো শিক্ষকের চেয়ে ভিন্ন। বিশেষ করে ইংরেজি গ্রামারের বিভিন্ন জটিল ও কুটিল বিষয়কে সহজভাবে উপস্থাপনসহ দূর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজি ভাষা শিক্ষার প্রতি অনুপ্রেরণা সৃষ্টিতে তার বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাইমুল ইসলাম এবং সংগীত পরিবেশন করেন নাঈমা আক্তার লিপা। অনুষ্ঠানে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, ভারটেক্স ইংলিশ হোম ২০১৯ সালের ১৬ নভেম্বর সিলেট শহরের উপশহরে প্রথম শাখা চালুর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা আরম্ভ করে। পরে কয়েক মাসের ব্যবধানে মেজরটিলায় দ্বিতীয় শাখা এবং কানাইঘাটের সড়কের বাজারে তৃতীয় শাখার কার্যক্রম শুরু করে। তিনটি শাখায় এক বছরের ব্যবধানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ইংরেজি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করে যাচ্ছে। ভারটেক্স ইংলিশ হোম-এর পরিচালক ফয়সল আহমদ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সহযোগিতার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এমডি/এফএম/বাংলাবার্তা