আশুলিয়ায় গ্যাস সংযোগ বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যু

গ্যাস বিস্ফোরণ
গ্যাস বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক:
 
সাভারের আশুলিয়ায় একটি বাড়ির গ্যাস সংযোগ বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ খবর অনেকদিন ধরেই গোপন রেখেছে তারা। ঘটনাটি ৫ জুলাই ঘটলেও ওই বাড়িওয়ালার মাধ্যমে আজ এলাকাবাসী বিষয়টি জানতে পারেন।
 
জানা যায়, আশুলিয়ার দুর্গাপুর পূর্বচালা এলাকায় মামুন নামের এক বাড়িওয়ালা তার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কয়েকটি রুম ভাড়া দেন । পরে গত পাঁচ জুলাই সকালে ওই বাড়ির একটি রুমের নারী ভাড়াটিয়া গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে রুমের মধ্যে আগুন ধরে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে ওই নারী ও তার স্বামী ও ছয় বছলের ছেলে গুরুতর আহত।
 
এদিকে আশঙ্কা জনক অবস্থায় ওই নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বাবা ও ছেলের নাম বলতে পারেনি ওই বাড়িওয়ালা।
 
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন,মারা যাওয়ার বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে এখন পুলিশ পাঠাচ্ছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া করোনা ভাইরাসের সময় সাভার ও আশুলিয়া এলাকায় যারা অবৈধ গ্যাস দিয়েছে তাদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় আজ মামলা দায়ের করা হবে বলে জানিয়ে সাভার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তারা।

এসএস/এমএইচ/বাংলাবার্তা