নোবিপ্রবিতে বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের নতুন কমিটি

নোবিপ্রবি প্রতিবেদক:
মো. রাহিবুর রহমান রাহিকে সভাপতি এবং আরাফাত সৌরভকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি।
 
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাব্বি চৌধুরী, যুগ্ম সাধারণ সাধারণ আব্দুল্লাহ আল মামুন(সাব্বির), সাংগঠনিক সম্পাদক নুর আহমেদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আলম মজুমদার, দপ্তর সম্পাদক মাহবুব আল হোসাইন, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম (নয়ন) এবং অর্থ সম্পাদক ফখরুল আরাফাত।
 
নতুন কমিটির সভাপতি রাহিবুর রহমান রাহি বলেন,’বাংলাদেশ শব্দ টা মুখে নেওয়ার সাথে সাথেই আরো যে একটি শব্দ মুখে চলে আসে তা হলো ‘বঙ্গবন্ধু’ । ‘বঙ্গবন্ধু’ যে সংগ্রাম ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে আমাদের একটি সুন্দর ও স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছেন তা এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধু’র এই চেতনা বুকে ধারণ করে তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি হিসেবে আমি এবং আমার অধীনে থাকা এই সংগঠনের কাজ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর চেতনাকে আরো বেশি উজ্জীবিত করে তোলা এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত করা।’
 
সাধারণ সম্পাদক আরাফাত সৌরভ বলেন,’বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ—এই শব্দ তিনটি মূলত সমার্থক। এই তিনটির যেকোনো একটিকে আলাদা করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। জনগণের অন্তর্নিহিত শক্তির উপর অপার আস্থা-বিশ্বাস, অসাম্প্রদায়িক, মানুষের প্রতি নিঃশর্ত ভালোবাসা, মমত্ববোধ, ত্যাগ স্বীকার এবং সহমর্মিতার বিরল দৃষ্টান্তসমৃদ্ধ মানুষ বঙ্গবন্ধু।
বর্তমানে রাজনীতিবিদদের এক বিশাল অংশ ক্ষণিক বা স্বাভাবিক ভালোলাগা থেকে রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত করলেও জাতির জনক ও তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখে না।তারা শুধু কথিত ফায়দা লুটের কাজে ব্যস্ত থাকে। বর্তমানে রাজনীতির মাঠে আদর্শের সংকট চলছে। এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সবাইকে বঙ্গবন্ধুর জীবানাদর্শ সম্পর্কে অবগত করা।আর এই “বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের ” মাধ্যমেই আমরা সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত করার চেস্টা করবো।’

এমডি/এমএইচ/বাংলাবার্তা