নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সফল সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের পক্ষ থেকে গরিব দুঃখী, শ্রমজীবী মেহনতী মানুষের মধ্যে ঈফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ছালেহ আকরাম বাপ্পীর।
শনিবার (১ মে) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ষোল শহর, ২ নং গেই, মুরাদপুরসহ বিভিন্ন স্থানে এ ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করেন।
এ সময় এস এ বাপ্পী বলেন, প্রতিদিন ১৫০ জন করে দুঃখী মেহনতি মানুষকে ঈফতার সামগ্রী দিয়ে যাবো। এই কার্যক্রম রোজার শেষ অবধি পর্যন্ত অব্যাহত থাকবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলছে কঠোর লকডাউন। আপনারা জানেন দেশের যে কোনো সংকটপূর্ণ এবং দূর্যোগপূর্ণ মহুর্তে বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোনো সংকটপূর্ণ মুহুর্তে সাধারণ সাধারণ অসহায় মানুষের পাশে থাকবে।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রিদুয়ামুল আজিম, শেখ সিরাজুদ্দৌলা, আযাদ হোসেন সাব্বির।
এছাড়াও মহসিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ওহাব কমল, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী, নগর ছাত্রলীগ নেতা সাইফুল খান রানা, পাপ্পু হাসান চৌধুরী, বায়জিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মসিউর রহমান চৌধুরী সহ আরো অনেকে ।
এফএম/বাংলাবার্তা