করোনা প্রতিরোধে সফল অক্সফোর্ডের ভ্যাকসিন!

আন্তর্জাতিক ডেস্ক:
 
অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনকে আনুষ্ঠানিকভাবে কার্যকর ও করোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক বলে ঘোষণা করা হয়েছে।
 
সর্বশেষ ট্রায়ালে ১ হাজার ৭৭ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা গেছে তাদের শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়। যা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
 
গবেষকদের এই পর্যবেক্ষণকে অত্যন্ত প্রতিশ্রুতিশীল বলে দেখা হচ্ছে। তবে এটি নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা দেবে কিনা তা যাচাই করতে আরো বড় আকারের ট্রায়ালের দরকার হতে পারে।
 
এদিকে যুক্তরাজ্য সরকার এরই মধ্যে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজের অর্ডার দিয়ে রেখেছে।
 
অক্সফোর্ডের এই ভ্যাকসিনের কোড নাম ChAdOx1 nCoV-19। ভ্যাকসিনের ইতিহাসে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে রেকর্ড পরিমান কম সময়ে এই ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে।
 
এমএম/এমএইচ/বাংলাবার্তা