Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামজনগণের ওপর হামলা চালিয়ে ক্ষমতায় আসা যাবে না- বাবর

জনগণের ওপর হামলা চালিয়ে ক্ষমতায় আসা যাবে না- বাবর

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে পুলিশসহ পথচারীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে চট্টগ্রামে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নন্দনকাননের ডিসি হিল থেকে প্রতিবাদী এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নিউমার্কেট স্টেশন রোড সিআরবি, জুবলী রোড ঘুরে পুনরায় ডিসি হিলে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে সারা দেশজুড়ে সাধারণ পথচারী সহ পুলিশের ওপর হামলা করছে। এর মাধ্যমে তাঁরা জনমনে ভয়ভীতি ও আর্তঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়মূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দেব। চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজী মোহাম্মদ জাফরউল্লাহ, রিটু দাশ বাবলু ,শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি ,মনোয়ার আলম নোবেল,রেজাউল হক রুবেল প্রমুখ।

এ সময় মহানগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী, সুজিত ঘোষ, এম এ আওয়াল ,রতন মল্লিক ,মনোয়ার জাহান মনির,প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুবউদ্দীন চৌধুরী ,সৌরভ বিকাশ বড়ুয়া বিতান , নাছির উদ্দীন ফাহিম ,পঙ্কজ রায়, মোরশেদ আলম,মোহাম্মদ দেলোয়ার ,সেলিম উদ্দীন জয় ,মোহাম্মদ সাব্বির চৌধুরী ,মোহাম্মদ জাহেদ ,হোসেন আহম্মেদ রুবেল ,শাহিনুর শানু , আকতার হোসেন সৌরভ ,রুবেল শিকদার ,আমজাদ হোসেন ইমরান ,জিএস আমিনুল করিম ,লিটন চৌধুরী রিংকু তোফাজ্জল হোসেন জিকু ,এস এম তুষার ,এম আর হৃদয় , মিজানুর রহমান মিজান , রেজাউল আলম রিকন, নাজমুল হাসান সামি , সাদাফ খান, আবু তাহের রানা, মাহমুদুল করিম , মনিরুল ইসলাম মনির , আনোয়ার পলাশ ,মাইমুন উদ্দীন মামুন, মো. জোনায়েদ, শেখ তৌহিদুল ইসলাম আরদীন, জুবাইদুল আলম আশিক, আব্দুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, আরাফাতুল করিম শুভ দত্ত, মোহাম্মদ রুবেল প্রমুখ অংশ নেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments