
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রেজাউল করিম এর মা বেগম নুরুন্নাহার করিম মারা গেছেন। নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান তিনি।
মৃত্যুর আগে দীর্ঘদিন ডায়বেটিস, স্ট্রোক ও হৃদরোগ জনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৪ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বেগম নুরুন্নাহার করিম সাবেক চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মরহুম আলী আহমদ এর ৩য় কন্যা এবং টিএন্ডটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মরহুম ইঞ্জিনিয়ার মমতাজুল করিম এর সহধর্মিণী। এছাড়াও তার মেয়ে জেসমিন পারভীন জেসি চট্টগ্রাম সিটি করপোরেশন কাউন্সিলর। আজ (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরের মুরাদপুরে তার জানাযা অনুষ্ঠিত হয়।
এমডি/এমএইচ/বাংলাবার্তা