Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামবঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনায় জামালখান ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনায় জামালখান ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সমাবেশের নামে চট্টগ্রাম মহানগরে অরাজকতা এবং যুবদল-ছাত্রদল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামান্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৫ জুন) মিছিলটি নগরের চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দিয়ে জামালখান মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অভি রায়ের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মিনহাজুল আবেদীন সানি।

প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ ইমু বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিদের প্রতিরোধ করতে রাজপথে ছাত্রলীগ সদা প্রস্তুত আছে। বিএনপির ক্যাডাররা সমাবেশের নামে গতকাল নগরজুড়ে যে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা এর তীব্র নিন্দা জানায়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জুবায়ের আলম আশিক বলেন, যারা বাংলাদেশকেই এখনো ধারণ করতে পারেনি, যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে, তাদের কাছে জনসাধারণের জানমালের কোনো গুরুত্ব নেই৷ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার মধ্য দিয়ে বিএনপি আবারো তাদের প্রতিহিংসামূলক বর্বর রাজনীতির নিদর্শন দেখিয়েছে। ক্যান্টনমেন্টে জন্ম হয়ে গণতন্ত্রের বুলি আওড়ানো এই স্বাধীনতাবিরোধী গোষ্ঠিকে শীঘ্রই জনগণ ভোটের মাঠে আবারো লালকার্ড দেখাবে৷

সমাবেশে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, জ্বালাও-পোড়াও এর রাজনীতি করতে করতে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীনের পথে। বঙ্গবন্ধুর ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের দেয়াল গ্রাফিথিগুলো ভাঙচুরের মাধ্যমে বিএনপির ক্যাডাররা সরাসরি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে৷ প্রশাসনের নিকট আবেদন রইলো দোষীরা যাতে ছাড় না পায়।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আলিফ, সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ , কোতোয়ালী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সদস্য ওসমান খান, সাদমান ওসমান সাদাফ ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন আজবী, রাফসান চৌধুরী, তাজদিদ ওহি হিনান, মোহাম্মদ কায়েস, জাহেদ হাসান তুষার শ্রাবণ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments