চবির ইসলামের ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তীতে ফুটসাল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফুটসাল টুর্নামেন্ট ২০২৩। বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এ আয়োজনে সহযোগী ছিল আইএইসসি ক্লাব।

শুক্রবার (৫ মে) দিনব্যাপী চট্টগ্রাম নগরের ভেলোসিটি এরিনায় দিনব্যাপী ছিল এ আয়োজন। টুর্নামেন্টে বিভাগের ১১টি ব্যাচ অংশ নেয়। সেখানে চ্যাম্পিয়ন হয় ৪৩ তম ব্যাচ এবং রানার্সআপ হয় ৪৫ তম ব্যাচ। এদিন টুর্নামেন্ট বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সবার মধ্যে ছিল উচ্ছ্বাস আর আনন্দ।

শিক্ষার্থীদের এ উচ্ছ্বাসে শামিল হন শিক্ষকরাও। এদিন আয়োজনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ও বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সৈয়দ মো. তৌহিদুল ইসলাম, মোজাম্মেল হক ও তাসনুভা রহমান।

উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী একটি বিভাগ। বিভাগের সুবর্ণজয়ন্তীর প্রথম পদক্ষেপ হিসেবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আরও বড় পরিসরে সুবর্ণজয়ন্তী উৎসব হওয়ার কথা রয়েছে।