চবিতে অঙ্গনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন অঙ্গন। গত ৩০ জুলাই শুক্রবার তাদের নিজস্ব ফেসবুক পেজ থেকে সংগঠন কর্তৃক আয়োজিত”Angon,CU Mega Cultural Competition for University Students” শীর্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অঙ্গন,চবির সভাপতি ড.রাহমান নাসির উদ্দিন এবং অনুষ্ঠানের আলোচনা সভা পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, উপ-উপাচার্য বেণু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং সংগঠনের সিনিয়র সদস্য ও চট্টগ্রাম বন্দরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হাসিনা আরজু।

আলোচনা সভায় উপাচার্য ড. শিরিন আখতার বলেন, “অঙ্গনের সকল প্রকার সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ড প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতে অঙ্গনের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি। অঙ্গনের দীর্ঘ ও সাফল্যমন্ডিত পথযাত্রা আরো ত্বরান্বিত হোক সেই শুভকামনা।”

সংগঠন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সংগীত,আবৃত্তি এবং নৃত্য এই তিন বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর নাম ঘোষণা করেন প্রতিযোগিতার বিচারকগণ।সেই সাথে তাদের পরিবেশনা উপস্থাপন করা হয়।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল সংগঠনের সদস্যদের সঞ্চালনায় ও পরিবেশনায় দলীয় সংগীত,একক আবৃত্তি ও দ্বৈত নৃত্য।

অঙ্গন,চবির সভাপতি ড.রাহমান নাসির উদ্দিন বলেন,”মহামারীর ই বদ্ধপরিকর জীবন কে স্বচ্ছল ও সরস করতে ও মানসিকভাবে সুস্থ থাকার জন্যে শিক্ষার্থীদের সংস্কৃতি মুখী হতে হবে।”

তিনি এই “Angon,CU Mega Cultural Competition For University Students” এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং বিজয়ীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলো অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এমএইচ/বাংলাবার্তা