জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবি চবি ছাত্রলীগের

চবি প্রতিনিধি:

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে সংশোধন করে ‘মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (১ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা সাদাফ খানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন শিমুল, মেহেদী হাসান, নাঈম উদ্দীন আজাদ, আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, মোমিনুল ইসলাম মোহন, আলতাফ, কাজী পাপন, শোয়েবুর রহমান কনক, ফজলে রাব্বি, শফিকুল ইসলাম, ইখলাস উদ্দীন শুভরাজ, সৌমেন, আরিফ, শেখ আহমদসহ আরো অনেকে।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন,
মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে নির্মিত জাদুঘরে নাম কোনো ভাবেই খুনী জিয়ার নামে হতে পারে না। একজন খুনী, রাজাকার, দেশদ্রোহীর নাম মহান মুক্তিযোদ্ধের সাথে জড়িত করে মুক্তিযোদ্ধা দের অপমান করা হয়।

তিনি আরও বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনা আপার ছাত্রলীগ যতদিন বেঁচে আছি ততদিন এই অন্যায় কোনো ভাবেই মেনে নিবো না। খুনী তারেক এর দোসর শাহাদাত যতদিন পর্যন্ত চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা না করবেন ততদিন শাহাদাত কে বীর চট্টলার যেখানে পাওয়া হবে সেখানেই তাকে ডিম নিক্ষেপ করা হবে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা