Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের দাবি ছাত্রলীগের

রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের দাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে চাঁদগাঁও থানা ছাত্রলীগ।

মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে তিনটার দিকে
রাষ্ট্রীয় সকল স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে সেখানে যারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় নিবেদিত প্রাণ ও জীবন উৎসর্গ করছেন তাদের নামে নামকরণ করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসন মো মমিনুর রহমানের কাছে স্বারকলিপি দিয়েছেন তারা।

এছাড়াও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সাংস্কৃতিক মন্ত্রী কাছে স্বারকলিপি দেওয়া হয়।

চাঁদগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুন নবী সাহেদ বলেন, ৭৫’র পরবর্তী বঙ্গবন্ধুর নিষ্ঠুর হত্যার পরে এদেশের ইতিহাস বিকৃতির কুচক্রান্ত হয়েছে। আমারা বাংলাদেশ ছাত্রলীগ আদর্শ অন্তরে ধারন করে এ ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়েছি, লড়ছি এবং লড়ে যাবো। খুনি জিয়াউর রহমানের নামে চট্টগ্রাম সহ সারাদেশে বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় স্থাপনা ও প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার পক্ষে নিবেদিত প্রাণদের নামে নামকরণ করা হউক । এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন পূর্বক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আগামী প্রজন্ম ইতিহাস অনুসন্ধানে শুদ্ধাচারিত হবে।

এই সময় উপস্তিত ছিলেন, চান্দাগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ, সাধারন সম্পাদক মো শহিদুল আলম শহিদ, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল আলম বাবু, থানা ছাত্রলীগ নেতা লুৎফুর আজিম রেনেসা, সাজ্জাদ আলমসহ প্রমুখ ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments