হাটহাজারিতে বাল্য বিয়ে বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক:

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফাঁকি দিয়ে আইনজীবীর কক্ষে এফিডেভিট করে বাল্য বিয়ের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে তা বন্ধ করে দেয় হাটহাজারী উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

বিয়ের খাওয়াদাওয়া চলাকালে বর আসার আগেই ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে বন্ধ করে দেয় বিয়ের অনুষ্ঠান। উভয় পক্ষ জানান তারা আইনজীবী কক্ষে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৩ নং ওয়ার্ডের ৮ম শ্রেনি পড়ুয়া শামিমা আকতারের (১৩) সঙ্গে বিয়ে হচ্ছিল প্রবাস ফেরত হাবীবুর রহমানের।

পরে মেয়ের বাবা এবং বরের ভাইকে বোঝানো হলে মেয়ের বাবা ভুল স্বীকার করেন। বর-কনে উভয়পক্ষের মুচলেকা নেয়া হয় এবং ১৮ বছর পূর্ণ হলে বিয়ে করার জন্য অঙীকার করেন। অভিযানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী হাসান, ইউপি সচিব আবু তৈয়ব এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা