বগুড়ার ১০ টি গ্রামে এইচবিএফের মাস্ক বিতরণ

মাস্ক বিতরণ
মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
 
সামাজিক সচেতনা বাড়াতে এবং মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা জানাতে বগুড়া জেলার ১০ টি গ্রামে মাস্ক বিতরণ করা হয়েছে।  সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মাস্কগুলো উপহার দেওয়া হয়। মাস্কগুলি বিতরণ শেষে সামাজিক সচেতনতার কাজটি করেন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের (এইচবিএফ) কর্মীরা।
 
মাস্কগুলি নশিপুর, নিজগ্রাম, লেকুর হাট, বালুপাড়া, বাগবাড়ী, হরারদিঘীসহ জেলার মোট ১০ টি গ্রামে বিতরণ করা হয়।
 
এ বিষয়ে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের (এইচবিএফ) প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন, ‘ কাজের জন্য হলেও মানুষকে ঘরে থেকে বের হতে হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা মাস্ক ব্যবহারে সচেতন নয়। আবার অনেকের মাস্কই নেই। আমরা সম্প্রতি এসব মানুষকে নিজেদের অর্থায়নে কিছু মাস্ক বিতরণ করেছিলাম। আমাদের কাজটিকে এগিয়ে নিতে সালমা আদিল ফাউন্ডেশনের চেয়্যারমান সালমা ম্যাডাম আমাদেরকে ১ কার্টুন মাস্ক প্রদান করেন। আমরা সে মাস্কগুলি বগুড়া জেলার ১০ টি গ্রামে মাস্কগুলো বিতরণ করি ও মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদান করি।’

এমডি/এমএইচ/বাংলাবার্তা