মুগ্ধ বিকেল

1051
মুগ্ধ বিকেলে

মোস্তাফিজুর রহমান বাবু

আজি বসিয়া আছি ধুধু বালুচরে,

বেদনায় মন শুধু হাহাকার করে।

আজি বসিয়া দেখি মরুর কূলে

আদিত্য ডুবুডুবু তটিনীর তীরে,

সাঁঝ আসিল তিমির ধরে

আর ফিরা হলো না ঘরে।

আজি থাকিয়া যাব নির্জন মাঠে

কথা হবে খদ্যােতের সাথে।

আসিলেও ঝঞ্ঝাট মোর

ঘাড়ে যাব না এই রূপ ছেড়ে,

মুগ্ধ বাংলার বিকেলে।

উদ্বেল আলেয়ার অনলে

জ্বলছে পুঁটি ঝলমলে,

নিঝুম বাঁশ বাগানে নিশাচর

চরে আজি মুগ্ধ বিকেলে!