চবিতে ৩য় বারের মত হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতা

273

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩য় বারের মত হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ বছর হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রতিযোগিতার জন্য টিম রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।

নিচের তথ্যগুলি অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার জন্য সাহায্য করবে।

১. এলিভেটর পিচ : ২৫ নভেম্বর, ৬০ সেকেন্ডের মধ্যে প্রধান আইডিয়া প্রদান।
২. সেমিফাইনাল : ৮ ডিসেম্বর, ৬ মিনিটের প্রেজেন্টেশন।
৩. ফাইনাল : ১২ ডিসেম্বর, ৬ মিনিটের প্রেজেন্টেশন।

রেজিস্ট্রেশনের শেষ সময় ২০ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
১. ৩/৪ সদস্যের টিম হতে হবে এবং সকল সদস্য বর্তমানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে।
২. প্রতিটা টিম একটি গুগল ফর্ম পূরণ করবে যা অফিসিয়াল ফেইসবুক পেইজ “Hult Prize at University of Chittagong” এ পাওয়া যাবে।
৩. কোন প্রকার রেজিষ্ট্রেশন ফি নেই।
৪. সকল অংশগ্রহণকারীদের ফ্রি ট্রেনিং কর্মসূচীগুলোতে অংশ নেওয়া বাধ্যতামূলক।

 

জাতিসংঘের সাথে অংশীদারিতে “হাল্ট প্রাইজ” হলো বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন যা ১২১ টিরও বেশি দেশের ২০০০ এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও শিক্ষিত করতে সাহায্য করেছে ও প্রতিযোগীতায় অংশ নেওয়ার সুযোগ দিতে সক্ষম হয়েছে। হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সভা ও প্রচরণা চালায় যা হয়ে থাকে বিশ্বের বৃহত্তম সামাজিক সমস্যা গুলো নিয়ে যেমনঃ খাদ্য,শিক্ষা,পরিবেশ,শক্তি,চিকিৎসা ইত্যাদি এর উপর এবং এসব সামাজিক সমস্যাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়ার প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিবছর এ প্রতিযোগীদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট মিঃ বিল ক্লিন্টন এবং সেরা ব্যবসায়ের ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়। যে পদ্ধতিতে প্রাইজ প্রদান করা হয় তা নিম্নে দেওয়া হলোঃ
১. ক্যাম্পাস প্রোগ্রাম (১২১টিরো বেশি দেশে ২০০০+ কেম্পাসে অনুষ্ঠিত)
২. আঞ্চলিক পর্যায় (বিশ্বব্যাপী ৫০টিরো বেশি শহরে অনুষ্ঠিত হয়)
৩. এসসিলিরেট প্রোগ্রাম (আঞ্চলিক পর্যায়ে জয়ীদের জন্য বিশ্বব্যাপী ট্রেনিং কার্যক্রম)
৪. চূড়ান্ত পুরস্কার অনুষ্ঠান (জাতিসংঘের প্রধান কার্যালয়ে সংঘঠিত হয়)।

এসএস/এমএইচ/বাংলাবার্তা