কুবি প্রতিনিধি:
ফুসফুস ক্যান্সারে (সাইনোভিয়াল সারকোমা) আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর চিকিৎসার জন্য ১লক্ষ ৬ হাজার ৩৩৭ টাকা নগদ অর্থ হস্তান্তর করেছে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ।
আজ রবিবার (১ নভেম্বর) দুপুর ১টায়গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মোঃ বেলাল হোসাইনের কাছে পরিষদের সভাপতি নূর মোহাম্মদ মিলন এবং সেক্রেটারি শাহ করিম সাজিদের নেতৃত্বে টাকা হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের সেক্রেটারি শাহ করিম সাজিদ বলেন, ‘আমরা জেলার হাতিয়া অঞ্চল থেকে ১ লক্ষ এবং অন্যান্য অঞ্চল থেকে ৬ হাজার ৩৩৭ টাকা সংগ্রহ করি। যা আজকে হস্তান্তর করা হয়। তানিন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। চিকিৎসার অভাবে এমন মেধাবী একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাবে তা আমরা মেনে নিতে পারি না। তাই আমাদের স্থান থেকে কিছু করার চেষ্টা করেছি। অন্যান্য সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারাও তানিনের পাশে দাঁড়ান।’
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজাদ, সাংগঠনিক সম্পাদক কামরুল, হোসনে মোবারকসহ সাংবাদিকতা বিভাগের বিভিন্ন শিক্ষার্থীরা।
এসএইচ/এফএম