হলুদ সাংবাদিকতা নয়, সমাজের সঠিক তথ্য তুলে ধরুন

আব্দুল হান্নান সাব্বির:
আর্দশিক লড়াইয়ে যারা পরাজিত ষড়যন্ত্র হল তাদের কাজ। ভালোমত গবেষণা বা খোঁজ-খবর না করেই দৃষ্টিগ্রাহী ও নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন না করে সঠিক তথ্য তুলে দরুন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ভাইয়ের কোন দায় দায়িত্ব থাকবে না এই মর্মে উনার আমদানীর লাইসেন্স ব্যবহারের অনুমতি গ্রহন করেন তাজুল ইসলাম। সেই তাজুল ইসলাম যখন চীন থেকে মাস্ক আমদানী করেন তখন তার দায়ভার সম্পূর্ন তাজুল ইসলামের।
সজ্জন ব্যাক্তিদের হেয় প্রতিপন্ন করে তারাই নিউজ করে যাদের আর্দশিক জায়গায় গলদ রয়েছে। তাজুল ইসলামের প্রতারনার বিষয়টি আদালতে প্রমানিত হয়ে সমাজের সজ্জনব্যক্তি জনাব আমিনুল ইসলাম আমিন ভাই দায়মুক্তি পাবেন।
লেখক: সাবেক সহ সভাপতি, চবি ছাত্রলীগ 

এসএস/এমএইচ/বাংলাবার্তা