হতাশায় ভুগলে আমার মধ্যে খুঁজে নাও নিজেকে, মিস ইউনিভার্স

বাংলাবার্তা ডেস্ক

অন্য দশটা নারীর মতো সুন্দরী নন তিনি। গায়ের রং কিংবা চুল কোনোটিই যেন নারীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবুও জিতে নিয়েছেন ‘মিস ইউনিভার্স-২০১৯’ এর খেতাব। বলছিলাম দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি’র কথা।

দেশ বিদেশের অনেকের কাছে কুৎসিত এই মানুষটি হার না মেনে নিজেকে প্রমাণের চেষ্টায় ছিলেন এতদিন। অবশেষে সেই জোজিবিনি সৌন্দর্যের সংজ্ঞা পাল্টে দিয়ে ছিনিয়ে নিয়েছেন মিস ইউনিভার্স-২০১৯ সালের খেতাব।

সুন্দরী প্রতিযোগিতার এই আসরে আসার পর জোজিবিনি একাধিকবার তার সেই পুরোনো দিনের বঞ্চনার কথা তুলে ধরেছিলেন। গত ৮ডিসেম্বর রাতে মিস ইউনিভার্স খেতাব জয়ের পরও বললেন, ‘আমি এমন একটি বিশ্বে বেড়ে উঠেছি, যেখানে আমার মতো মেয়েদের চামড়ার রং এবং চুলের কারণে সুন্দরীদের কাতারে ফেলা হয় না। কেউ কেউ তো কুৎসিতও বলে। আমি মনে করি আজ থেকেই এটা থামানোর সময়।’

যারা চেহারা নিয়ে হতাশায় ভোগেন তাদের প্রতিও বার্তা দিয়েছেন সত্যিকারের এই সুন্দরী, ‘বাচ্চাদের বলব আমার দিকে তাকাও। আমার মুখ দেখ। আমার মধ্যে খুঁজে নাও তোমাকে।’