Sunday, November 16, 2025
Homeআন্তর্জাতিকএবার সৌদির বাহিরের কেউ হজ্জ্বে অংশ নিতে পারবে না

এবার সৌদির বাহিরের কেউ হজ্জ্বে অংশ নিতে পারবে না

নিজস্ব প্রতিবেদক:
এবার সৌদি আরবে অবস্থানরতরাই শুধুমাত্র হজ্জ্ব করার সুযোগ পাবেন। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ্জ্ব এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
 
জানা যায়, শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং সৌদি নাগরিকরা এবারের হজ পালন করতে পারবেন। অন্য কোনো দেশ থেকে কেউ এবার হজ করতে আসতে পারবেন না।
 
গত বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছিলেন। কিন্তু এবার বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিস্তারের ব্যপকতায় হজের পরিসর সীমিত করা হয়েছে।
 
এ বিষয়ে মন্ত্রণালয়টি জানিয়েছে, বড় সমাবেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments