Friday, July 18, 2025
Homeশিক্ষাক্যাম্পাসসাউথ এশিয়ান ফেস্টিভালে চুয়েটের প্রতিনিধি সুপ্রভ ও নুহি

সাউথ এশিয়ান ফেস্টিভালে চুয়েটের প্রতিনিধি সুপ্রভ ও নুহি

ক্যাম্পাস বার্তাঃ

ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’স ইয়ুথ ফেস্টিভাল ২০২০-এ অংশ নিচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী। দক্ষিণ এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীদের নিয়ে এই ফেস্টিভাল ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

অংশগ্রহনকারী শিক্ষার্থীরা লাইট, ভোকাল, গ্রুপ সং, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, ডিবেট, ইলোকিউশন, পোস্টার মেকিং এবং ক্লে মডেলিংসহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের শিক্ষা, সামাজিক, সংস্কৃতি, অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করবেন।

এতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে গতকাল ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চুয়েটের ‘১৭ ব্যাচের কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী সুপ্রভ চন্দ্র সরকার ও একই ব্যাচের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফাইজা নুহি।

ফেস্টিভালে অংশগ্রহণ করার অনুভূতি প্রকাশ করে ফাইজা নুহি জানান, এটা একটা বড় মাপের প্রোগ্রাম। এত বড় প্রোগ্রামে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড যেন পাই সেইজন্য সকলের দোয়া প্রার্থী আমি।

বাংলাবার্তা/আরএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments