শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী দিল মৃধাবাড়ী ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক:


ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় হত দরিদ্র ১২৫ টা পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী মৃধাবাড়ী ফাউন্ডেশন।
বুধবার (২৯ এপ্রিল) মৃধাবাড়ী ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়১১ আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর, আবাইপুর, মিনগ্রাম, কৃপালপুর গ্রামেএই কার্যক্রম পরিচালনা করে কৃপালপুর গ্রামের মৃধা বাড়ীর যুবকেরা৷


জানা যায়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয় ঐতিহ্যবাহী মৃধাবাড়ী ফাউন্ডেশন।
ইফতারির সামগ্রীর মধ্যে ছিল, মুড়ি, ছোলা, খেজুর ও আখের গুড়। প্রত্যেক পরিবার কে ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা,আধা কেজি খেজুর, ১ কেজি গুড় দেয়া হয়।


এ বিষয়ে মৃধাবাড়ী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মৃধা বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এগিয়ে এসেছি৷ দেশের এই ক্রান্তিলগ্নে প্রত্যেক বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।। ভবিষ্যতে ও সমাজের মানুষের জন্য আমাদের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।


উল্লেখ্য, মৃধাবাড়ী ফাউন্ডেশন এলাকায় বিভিন্ন সময়ে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা২৪