রোটারী ক্লাব অব চিটাগাং সিটির দায়িত্ব পেলেন সায়ীদ-মামুন

206

বাংলাবার্তা প্রতিবেদক

রোটারী ক্লাব অব চিটাগাং কমার্সিয়াল সিটির নতুন কমিটি গঠিত হয়েছে। রোটাবর্ষ ২০২৪-২৫ কার্যকরী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোটারিয়ান আব্দুল্লাহ আল সায়ীদ সা’দ, পিএইচএফ এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন রোটারিয়ান হাসনাত আল মামুন।

রোটারিয়ান অমল বড়ুয়া পিএইচএফ’র সভাপতিত্বে নির্বাচনী বোর্ডের সভা নগরীর ওয়েল পার্ক হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি মোহাম্মদ ইউনুছ এমপিএইচএফ, পিপি মোহাম্মদ ইসহাক, পিপি শাহীন আলম সরকার, ক্লাব সেক্রেটারী জ্যোতিময় বড়ুয়া, ট্রেজারার ফোরকান হামিদ আজাদ, যুগ্ম-সম্পাদক হাছনাত আল-মামুন, মোহাম্মদ ফখরুল ইসলাম, সঞ্জয় পালিত ও দীপংকর বড়ুয়া প্রমুখ।

উক্ত সভায় রোটাবর্ষ ২০২৪-২৫ এর কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইপিপি রোটারিয়ান অমল বড়ুয়া পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এডভোকেট আবসারুল হক পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট পিপি মোহাম্মদ ইউনুছ এমপিএইচএফ, ট্রেজারার রোটারীয়ান দীপংকর বড়ূয়া প্রমুখ।

সার্জেন্ট এক্ট আমর্স, পিপি রোটারিয়ান শাহীন আলম সরকার পিএইচএফ, ক্লাব অ্যাডমিস্ট্রেশন চেয়ার পিপি মোহাম্মদ ইসহাক, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, প্রোজেক্ট সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান রজত সাহা রনি, মেম্বারশীপ ডিরেক্টর রোটারিয়ান লুর্পনা মুৎসুদ্দি লোপা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মনোয়ারা বেগম, টিআরএফ চেয়ার ও বুলেটিন এডিটর রোটারিয়ান জ্যোতিময় বড়ুয়া প্রমুখ।