মাদারীপু‌রের সেই কৃষক হত‌্যার মূল হোতা গ্রেফতার

আটক
সোহরাব সাহল:
 

মাদারীপু‌রের শিবচ‌র উপ‌জেলার কুতুবপু‌রে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে কৃষক হত‌্যার মূল আসামী লাক্কু ঘরামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮।

 
র‌বিবার দুপুরের দিকে গোপালগঞ্জ থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রা হয়। র‌্যাব ৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম গ্রেফতা‌রের এটি নি‌শ্চিত করেন।
 
তিনি জানান, কালাম ঘরামীর হত‌্যাকারী তার চাচা‌তো ভাই লাক্কু ঘরামী‌কে গোপালগঞ্জ থে‌কে গ্রেফতার ক‌রি। এছাড়া মামলার ৮নম্বর আসামী‌কে গ্রেফতার করা হয়।
 
জানা‌ যায়, গত বুধবার রাত সা‌ড়ে ১১টার সময় কালাম ঘরামী‌কে তারই চাচা‌তো ভাই হারুন ঘরামী কথা আ‌ছে ব‌লে ঘর থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। প‌রে বৃহ‌স্পতিবার ভো‌রে বাড়ির পাশের বাগানে কালা‌ম ঘরামীর মর‌দেহ দেখ‌তে পায় এলাকাবাসী। প‌রিবা‌রের লোকজ‌ন এ‌সে মর‌দেহ‌টি দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়। নিহ‌ত কালাম ঘরামীর সা‌থে তার চাচা‌তো ভাই লাক্কু ঘরামীর জমাজ‌মি নি‌য়ে অ‌নেক দিন যাবৎ বি‌রোধ চ‌লে আস‌ছিল। তার তার ভাতিজা হারুন ঘরামীর সা‌থে দীর্ঘদিন যাবৎ বি‌রোধ চল‌ছিল।

এসএস/এমএইচ/বাংলাবার্তা