Friday, July 18, 2025
Homeশিক্ষাক্যাম্পাসবিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে চুয়েট ছাত্রের চাকুরী!

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে চুয়েট ছাত্রের চাকুরী!

ক্যাম্পাস প্রতিনিধিঃ

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী ইয়ামিন ইকবাল।

ইকবাল চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ‘১৪ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সদ্য চুয়েট থেকে স্নাতক ডিগ্রি শেষ করেছেন।

জানা যায়, গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) তিনি গুগলের নিয়োগ পান। ভিসা-প্রক্রিয়ায় এবং অন্যান্য সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুয়েক মাসের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী বছরের ৩রা ফেব্রুয়ারীর গুগলে যোগদান করবেন।

ইকবালের বাবা জুট ইন্ডাস্ট্রিয়ালিষ্ট। মা গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। তিনি চট্টগ্রাম ইংলিশ ক্যান্টনমেন্ট স্কুল & কলেজের শিক্ষার্থী।

ইয়ামিন ইকবাল বলেন,‘ তাৎক্ষণিকভাবে ভাইবার সঠিক উত্তর এবং সফলভাবে প্রোগ্রামিং এর সমস্যা সমাধানই তার নিয়োগপ্রাপ্ত হওয়ার পিছনে মূল কারণ।’

প্রসঙ্গত, কম্পিউটার আর প্রোগ্রামিং এর প্রতি অত্যাধিক আগ্রহ থাকায় ২০১৪ সালে তিনি বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি না হয়ে চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগে ভর্তি হয়েছিলেন ইয়ামিন ইকবাল । তিনি বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে সফলভাবে বিভিন্ন পুরষ্কার অর্জন করেছেন। তিনি চুয়েট থেকে গুগলে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments