চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের চলাচলকারি নববাক বাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আহতদের দেখতে গেলে সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন নববাকের ববর্তমান সভাপতি মারুফ উদ্দিন রোকন, সহ সভাপতি শফিউল আলম সুমন, চবি ছাত্রলীগের সাবেক আপ্যায়ন ও ত্রান বিষয়ক সম্পাদক এবং নববাকের সাবেক সাধারন সম্পাদক সুজয় সেন ও শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক আমীর সোহেল এবং ছাত্রলীগ নেতা রাসেল বনিক, এখলাস হোসেন, মোঃ আলতাফ হোসেন, শিপন,পার্থ এবং নারী নেত্রী আফরিন লিমু,কানিজ এবং বৃষ্টি।
এসময় চবি ছাত্রলীগের সভাপতি আহতদের খোজ খবর নেন এবং নববাকের দাবীর সাথে একমত পোষন করেন। তিনি বলেন, চবি সাধারন শিক্ষার্থীদের সকল যৈক্তিক দাবী আদায়ের ক্ষেত্রে চবি ছাত্রলীগ সর্বদা মাঠে থাকবে।