লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৫

নিজস্ব প্রতিবেদক:
 

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও পাটগ্রাম থানা ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

 
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়াও বিলে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।
 
পুলিশ জানান, আজ ভোর ৫টার দিকে কয়েকজন দহগ্রামের শাকোয়া নদীতে মাছ ধরতে যায়। সকালে মাছ ধরা অবস্থায় দহগ্রাম ইসলামপুর এলাকার খন্দকার আলি ছেলে জাহিদুল ইসলাম(২৬) ও একই এলাকার জোহর উদ্দিনের ছেলে রাকিব হোসেন(২৪) বজ্রপাতে নিহত হন এবং আহত হন ৪ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামে বিলে মাছ ধরতে গিয়ে রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের ছেলে আতি মিয়া(৩৯) বজ্রপাতে নিহত হন। এসময় ওমর আলী নামের অপর একজন আহত হন বলে পুলিশ জানান।
 
 

এসএস/এমএইচ/বাংলাবার্তা