করোনায় প্রতিবন্ধীদের খাবার নিয়ে ছুটছেন চকরিয়ার একদল সেচ্ছাসেবী

504
নিজস্ব প্রতিবেদক:
 

করোনা পরিস্থিতিতে যখন সবাই সবার চিন্তা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের একদল যুবক। প্রায় প্রতিদিনই তারা ছুটে চলেছেন প্রতিবন্ধীদের সেবায়।

 
চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীর কূল ঘেঁষে কৈয়ারবিল ইউনিয়নের পশ্চিমে একটি নদী পার হলেই খিলছাদক গ্রাম। যে গ্রামের চারদিকে নদী। গত ১৫ দিন ধরে সে গ্রামের একদল যুবক প্রতিবন্ধী,বৃদ্ধ ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নেন। পরে ERAT FOUNDATION এর পক্ষ থেকে গত ২৫জুন বরইতলীর গোবিন্দপুরে দুই প্রতি প্রতিবন্ধী বোনের কাছে ৫ হাজার টাকার খাবার পৌঁছিয়ে দেন। এরপর ২৮জুন পূর্ব বড় ভেওলা ইউনিয়নে চরপাড়ার আরেক প্রতিবন্ধী ফারজানার কাছে হুইল চেয়ার প্রদান করেন। গত ১ জুলাই কৈয়ারবিলে আগুনে পুড়ে যাওয়া বাড়ির ৪০ জন শিশুকে রান্না করে খাবার বিতরণ করেন। ২ জুলাই কৈয়ারবিলে আরেক প্রতিবন্ধী ফাহিমকে হুইল চেয়ার প্রদান করেন। ৩ জুলাই ৪০ জন অসহায় বৃদ্ধকে বিরানী রান্না করে খাওয়ান।
 
তাদের এ ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে এবং সাংগঠনিক দক্ষতা বাড়াতে ৩৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি অনুমোদন দেন। কমিটিতে সভাপতি মো:রিফাত হোছাইন, সেক্রেটারি করা হয় রিদুয়ানুল ইসলাম ত্বোহাকে। সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম, দপ্তর সম্পাদক করা হয় মো:আরফাত উদ্দিনকে।
 
এসময় উপস্তিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৩য় বর্ষের ছাত্র আলী তানবীর, মো:মুজিবুল হক, হাফেজ ফয়েজুল্লাহ ও আরফাত হোসেন।
 
এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগ নেতা আলী তানভীর বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুটি হওয়ার পর গ্রামের বাড়ি চলে আসি। এসে দেখি করোনা পরিস্থিতিতে গ্রামে মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে প্রতিবন্ধী আর অসহায় বৃদ্ধরা। তাই এলাকার যুবকদের একত্রিত করে কিছু একটা করার সিদ্ধান্ত নেই। তখন থেকেই আমাদের ধারাবাদিক ছোট্ট এ প্রয়াস।

এসএস/এমএইচ/বাংলাবার্তা