নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০২০ সালে পহেলা জানুয়ারি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস শুরুর তারিখ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ -২০ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে ১ জানুয়ারি থেকে।
এর আগে গত নভেম্বরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার পর্ব ও ভর্তি অনুষ্ঠিত হয়। এবং গত ১৫ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে শূন্য আসনে সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।