Thursday, July 10, 2025
Homeইসলামনরওয়েতে কোরআন তিলাওয়াত শুনতে সাধারণ মানুষের ভিড়

নরওয়েতে কোরআন তিলাওয়াত শুনতে সাধারণ মানুষের ভিড়

ইসলামিক ডেস্কঃ

নরওয়েতে পবিত্র কোরআন তিলাওয়াত শুনতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে।
নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় যখন সারা বিশ্বের মুসলিমরা ক্ষুব্ধ তখন নরওয়ের মুসলিমরাও প্রতিবাদে নেমেছে রাস্তায়।

গত সপ্তাহে নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় নরওয়ের পার্কে সাউন্ড বক্সে কোরআনের তিলাওয়াত বাজিয়েছে। মুসলিমদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। সে কোরআন তিলাওয়াত শুনতে ভিড় জমিয়েছে দেশটির সাধারণ জনগণ।

তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও আটক মুসলিম যুবকের মুক্তি দাবি করে এবং এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নরওয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে।  

গত সপ্তাহে নরওয়ের ‘ইসলামবিদ্বেষী’ সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে।

এতে কোরআন অবমাননা ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।

ঘটনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নানান মুসলিম দেশে বিক্ষোভ ও প্রতিবাদ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments