Friday, July 18, 2025
Homeতারুণ্যদ্বিতীয়বারের মতো রাস্তা সংস্কারে মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা

দ্বিতীয়বারের মতো রাস্তা সংস্কারে মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং ইউপির স্থানীয় মাঝপাড়া গ্রামের একঝাঁক তারুণ্যের উদ্যোগে “মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা” যাত্রা শুরু হয় কিছুদিন আগে। এরইমধ্যে এলাকার জনকল্যাণে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা অব্যাহত রেখে চলেছে নবগঠিত সংগঠনটির সদস্যরা।

 
আজ (২২ জুন) মাঝপাড়া জামে মসজিদ সংলগ্ন কাচা রাস্তায় কংক্রিট ফেলে চলাচলের উপযোগি করছেন তারা। এছাড়াও রাস্তার অন্যান্য অংশের উঁচু নিচু খানাখন্দ ঠিক করা হয়।
 
জানা যায়, ১ নং ইউপির ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো উদ্যোগ নিতে দেখা যায় নি। ফলে সার্বক্ষণিক চলাচলের রাস্তা কাঁদায় পরিপূর্ণ হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটায়। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। সেই দুর্ভোগ কমিয়ে আনতে মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা এগিয়ে এসেছে। তারা চলাচলে অনুপযোগী এলাকার রাস্তাগুলো নিজেদের সাধ্যানুযায়ী সংস্কার করে চলেছে।
 
আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মারজুক হোসেন শিপলু, সাধারণ সম্পাদক শুয়েবুর রাহমান, সহ সভাপতি জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক মাসুম আহমদ,সাংগঠনিক সম্পাদক হাঃফিদাউস আলম,সহ সাংগঠনিক সম্পাদক রাহান আহমদ, অর্থ সম্পাদক আব্দুল কাদির, সহ অর্থ সম্পাদক মাশহুদুর রাহমান ফারহান, প্রচার সম্পাদক জাবেদ আহমদ। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্য রুমান,জুয়েল,জুয়েল ২,আব্দুল আজিজ,শাহরিয়া, রেদওয়ান আহমদ,আব্দুল্লাহ প্রমুখ।
 

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments