চবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের নারী কর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করেছে। এসময় তারা মুখে কালো ব্যাজ ধারণ করেন।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু’র নির্দেশে এই কর্মসূচি পালিত হয়। এতে শাখা ছাত্রলীগের প্রায় অর্ধ শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন৷
এসময় ছাত্রলীগ কর্মী আফরিন লিমু বলেন, শুধু ঢাবির ধর্ষণ নয়, সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমার বোন কিংবা শিশুরা ধর্ষণের স্বীকার না হয়, তার জন্য কঠিন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে৷ যাতে কোন ধর্ষক ভবিষ্যতে ধর্ষণের মতো জগন্য কাজ করার সাহস না পায়।
তিনি আরো বলেন, আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ অনুযায়ী যে কোনো আন্দোলনে যেতে প্রস্তুত আছি।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ধর্ষন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি নারীদেরকে সচেতন এবং সাহসী হতে হবে। তাই নারীদেরকে সচেতন এবং মানসিক ভাবে শক্তিশালী করার লক্ষে আমাদের আন্দোলন চলমান থাকবে।
এসময় তিনি ধর্ষকদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোরালো আহবান করেন।
এতে আরো উপস্থিত ছিলেন ফারহা, ফারজানা, মায়েশা, রুবাইয়া, আতিয়া, মেহজাবিন, সায়মাসহ আরো অনেকে৷