নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর শিল্পকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে
পুস্পমাল্য অর্পন করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগের নতুন কমিটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে তারা এ পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোঃ নরুন নবী সাহেদ, সাধারন সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি নয়ন উদ্দিন, আব্দুল আল আহসান, রায়হান উদ্দিন সায়েম, হিমেল, আব্দুল হাকিম ফয়সাল, আবু সাঈদ মুন্না, ফারহানুল হক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাহসি, তৌহিদুল ইসলাম বাবু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম, একে আরিফ, উৎফা আজিম রেনেসা, মো অজগর, মোঃ মহসিন, দেলোয়ার হোসেন, রাছেল খান মেনোন, সৈয়দ আরফাত হোসেন, জয়তু দে, সাগর দাশ, আনোয়ার হোসেন, আরমান হোসেন, আব্দুল মাসুম, মো ফরহাদ, মো তারেক, মো জীবন, আরফাত আলমগীর, অভিমিত্র রাজ, মনিরুল আলম, সানজিদ ইভান,বিক্রম বড়ুয়া,সম্রাট বীন নুর,মো সজিব, কাজী তফসীর , মো ফাহিম শাহ, আতিকুর রহমান রিদয় , ইবরাইম সাইদ, মো রোহানসহ আরো অনেকে।