চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত চার্জশিট ভুক্ত আসামি ও গুপ্ত হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
ছাত্রলীগ সভাপতি আরো বলেন, ছাত্রলীগের প্রগতির চর্চায়, খুন, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, গুপ্ত হামলাকারী, হল দখলকারী, ছাত্রলীগ থেকে বহিষ্কৃতদের বিরুদ্ধে আমদের আন্দোলন চলবেই।
তিনি বলেন, আমরা অস্ত্রমুক্ত হলভিত্তিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনবোই। আমরা সত্য এবং ন্যায়ের পথে আছি। আমদের দাবি সুস্পষ্ট। দ্রুত চার্জশিট ভুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার করে বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস মুক্ত করা।এবং প্রত্যেকটি হলের প্রত্যেকটি সিটকে আবাসিক শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা হোক।
রুবেল বলেন, এটি বিশ্ববিদ্যালয়। এটি কোনো চরাঞ্চল নয়। এখানে চলবে প্রগতির চর্চা, অধ্যয়ন।
সভাপতি বলেন, আমরা সন্ত্রাসমুক্ত চাই শিক্ষাঙ্গন। হলগুলোকে দ্রুত দখলদারিত্বমুক্ত করে দিন। আমরা খুব দ্রুত, হল,ফ্যাকল্টি এবং পূর্ণাঙ্গ কমিটি দিয়ে আমরা চবিকে সারা বাংলাদেশের মধ্যে সুশৃঙ্খল,মডেল ইউনিট হিসাবে উপহার দিবো।