Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি

চবি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিতাস বিধৌত শিক্ষা সংস্কৃতির তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে একাউন্টিং বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মোঃ ইয়ানুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের জুলকার নাঈম মনোনীত হোন।

গতকাল রোববার (২৪ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টাদের উপস্থিতিতে তাদের মনোনীত করা হয়।

এবিষয়ে সদ্য কমিটির নব মনোনীত সভাপতি মোঃ ইয়ানুর রহমান ভূঁইয়া বলেন, ‘এই কমিটির মাধ্যমে চবিতে অধ্যয়নরত তিতাস পাড় তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তানদের যেকোনো সমস্যায় আমরা ঐক্যের জয়গানকে ধারণ করে সমাধান করে যাবো এবং উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চাই।’ সাধারণ সম্পাদক জুলকার নাঈম বলেন “ব্রাহ্মণবাড়িয়া জেলা চবিতে আমাদের দ্বিতীয় পরিবার। পরিবারের ধারাবাহিক কার্যক্রমের ধারা অক্ষুন্ন রেখে এই কমিটি কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যক্ত প্রকাশ করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments