ক্যাম্পাস প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে চলমান নানা অভিযোগ এর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি স্ট্যাটাসের ছড়াছড়ি লক্ষ্যণীয়। এর মধ্যে চবি শাখা ছাত্রলীগের সভাপতির পক্ষ নিয়ে যে স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। যেখানে ইতিবাচক নেতিবাচক উভয় মন্তব্যই দেখতে পাওয়া যায়।
সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলোঃ
নিজের জীবনের অনেক কিছু বির্সজন দিয়ে চবি ছাত্রলীগের রাজনীতিকে আগলে রেখেছেন বর্তমান সভাপতি রেজাউল হক রুবেল ভাই। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি ছাত্রলীগের নীতি আদর্শের পরীক্ষা দিয়েই চবি ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন। তিনি একজন কর্মীবান্ধব ছাত্রনেতা। কর্মীদের পাশে থেকে, সাথে নিয়ে কাজ করাই যার স্বভাব। তিনি কথা বলেন ছাত্রলীগের নেতা কর্মী ও সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে। রুবেল ভাইয়ের এমন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়া শীল চক্রের এজেন্টরা বিভিন্নভাবে চবি ছাত্রলীগকে দুর্বল করার অপপ্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ভাইয়ের বিরুদ্ধে নানাবিধ কুৎসা রটনা সহ, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এসব অপকর্ম করতে গিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল জায়গায় থেকেও নিজের নাম প্রকাশ না করার শর্ত দিয়ে নিউজ করার জন্য সাংবাদিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করে আসছে। যাদের কে আমরা জামাত শিবিরের এজেন্ট বলেই মনে করি। কিছুদিনের মধ্যেই সকল তথ্য প্রমাণসহ যাদেরকের মুখোশ আমরা খুব শিগগির উম্মোচন করবো। তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আহবান করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার প্রতি। না হলে চবি ছাত্রলীগ এহেন ব্যক্তি বর্গের বিরুদ্ধে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।
বার্তা/আরএইচ