চবি এলাকায় ইট-বালির গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা আদায় করছেন যুবদল মিজান

109

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদল নেতা মোহাম্মাদ মিজানুর রহমানের বিরুদ্ধে। গত কয়েক দিনে একাধিকবার বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন নিমার্ণধীন ভবনের মালিককে গিয়ে তার কাছ থেকে ইট ও বালি ক্রয়ের জন্য হুমকি প্রদান করেন।

মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে পাঁচ কাটা জায়গার উপর বাড়ি নির্মাণ শুরু করেছেন। শুক্রবার সকাল ৮ টার দিকে যুবদল নেতা মিজানের নেতৃত্বে একদল যুবক গিয়ে তাদের কাছ থেকে ইট বালি নেওয়ার জন্য বলেন। না হয় কাজ পরিচালনা করতে সমস্যা হবে বলে হুমকি প্রদান করেন।

শুধু সিরাজুল ইসলামই নন, ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে বিভিন্ন নির্মাণাধীন ভবনে গিয়ে এমন হুমকি প্রদান করেন মিজান ও তার দলবল।

ভুক্তভোগীরা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও, স্বাধীন হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। এখানে আমরা এখনো স্বৈরাচারী হাত থেকে রক্ষা পাচ্ছি না।

স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করে বলেন, আমি এক নিমার্ণধীন ভবনে বছর খানেক দিয়ে ইট ও বালু দিয়ে আসছি, কিন্তু কয়েকদিন ধরে আমার মালবাহী ট্রাক বিশ্ববিদ্যালয় রেলগেইট আসলে মিজান নামের একজন ৫০০টাকা করে চাঁদা নিচ্ছে। না হয় ভিতরে গাড়ি যেতে দিচ্ছে না।

তারা আরও জানান, চাঁদা না দিলে মিজান, ইকবাল, নেজাম ড্রাইভারদের মারধর শুরু করে। তারা নিজেদের বিএনপি নেতা মীর হেলালের অনুসারী বলে দাবি করে।

স্থানীয়রা জানান, মিজান আগে রাজমিস্ত্রী কাজ করতো, মিজানুর রহমানের সহযোগী ইকবাল অটোরিকশা চালাতো, তার আরেক সহযোগী নেজাম রাইচমিলের কমর্চারী। রাতারাতি তারা সবাই বিএনপি নেতা বনে গেছেন। করছেন নিয়মিত চাঁদাবাজি।