চবি প্রতিনিধিঃ
অবশেষে ১৬ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত অনুষদের ডিন নিবার্চন। নিবার্চনে ৮ অনুষদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নিবার্চনের প্রধান রিটার্নিং কর্মকর্তা কেএম নুর আহমদের কাছে তিন দলের প্রার্থী, বিদ্রোহী, স্বতন্ত্রসহ মোট ২৯ জন মনোনয়ন দাখিল করেছেন বলে জানা যায়।
নূর আহমদ বলেন, আটটি ডিন নির্বাচনে আটটি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র ১১টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। পরে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আর ১৬ ফেব্রূয়ারি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিন বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে এবার আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের ৮ জন, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দলের ৪ জন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া হলুদ দলের বিদ্রোহী ৮ জন এবং স্বতন্ত্র ২ জন রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৪ ফেব্রুয়ারি।
হলুদ দলের স্টিয়ারিং কমিটির আহব্বায়ক প্রফেসর ড. সুলতান আহমেদ বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। দলের স্বার্থে যেন বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন, তা নিয়ে কাজ করছি। আশা করি, সবকিছু সমাধান হয়ে যাবে।