চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলগুলোর নানামুখী সমস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। যা ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তিনি স্ট্যাটাসটি টাইমলাইনে শেয়ার করেন। যা পাঠকদের জন্য হুবহু দেয়া হলো:
হল গুলোতে খাবার, ডাইনিং এর অবস্থা, লাইব্রেরি বা টিভি রুম যেখানেই যান না কেন মনে হবে এ যেন এক হরিলুটের কাজ কারবার চলছে। দায়িত্ব নিয়ে বসে আছে কিন্তু কর্মকান্ড গুলো দায়িত্ব জ্ঞানহীন। হলের বরাদ্দকৃত অর্থ দিয়ে উনারা কি করে তা আজও জাতি জানতেই পারলো না। উনাদের নিজের ছেলে-মেয়েদের কিছুদিন হলে রাখলে বুঝতে পারতেন আসলে তারা কতোটা বঞ্চিত আর অসহায়। না আছে কোন সুযোগ সুবিধা না আছে হলের কোন উন্নয়ন। আশ্বাসের নামে চলছে প্রহসন। লাইব্রেরিতে বই পেলাম সেই আগের দান খয়রাতকৃত গুলোই। টিভি রুমের ছাদ নাকি খসে পড়বে। ভিসি ম্যাম আসবে শুনে একদিনের সেই হালুয়া-রুটির প্যাকেজ শেষ করে দায় সারা কাজ কারবার। দেখতে দেখতে তো সবাইকে সবার দেখা শেষ। কিন্তু কাজের বেলায় যেই লাউ সেই কদু। আমরা আপাদমস্তক সবাই কেমন যেন বাটপার হয়ে যাচ্ছি।
ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন।