চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল থেকে ২টি ও এর পাশের দোকান থেকে ২টি মোট ৪টি রামদা ও একটি শাবল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. এস এম মনিরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহরাওয়ার্দী হলের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো ২টি রামদা ও হলের সামনে এস আলম স্টোর থেকে দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও এ ঘটনায় দোকানদার নান্নু গাজীকে শোকজ করা হবে বলেও জানান প্রফেসর মনির।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। ৪টি রামদা জব্দ করা হয়েছে। এতে কাউকে আটক করা হয়নি।