চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জিয়া ইসলাম সজল।
বৃহস্পতিবার (০৯ জানুয়ার) উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে আগামী এক বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়।
বিষয়টি বাংলাবার্তা২৪. নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মনিরুল হাসান।
তিনি বলেন, সহকারী প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর পলাশকে নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি যোগদান করেছেন।