চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সিএফসি’র ১২ জন ও বিজয়ের ৮জন নেতা-কর্মী রয়েছে।
বুধবার রাত ১২ টা থেকে ১টা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করেছে। তাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের দুই হল থেকে সন্দেহভাজন হিসেবে ২০ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।