চবিতে বঙ্গবন্ধু বাংলাদেশ স্টাডিজ লীগ ২০২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবদুস সামাদ রিফাত

বিপুল উৎসাহ,উদ্দীপনা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু বাংলাদেশ স্টাডিজ লীগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিএস সিক্সার্স চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিএস সিক্সার্স।এদিকে বিএস স্ট্রাইকার্স ব্যাট করতে নেমে ১০ উইকেটের বিনিময়ে ১০৯রান করে
জবাবে বিএস সিক্সার্স ১ উইকেটের বিনিময়ে ১১০ রান নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান,বাংলাদেশে স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর সেকান্দর চৌধুরী,কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ডঃ মহিবুল আজিজ।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ।
তিনি বলেন- শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং নেশা থেকে দূরে রাখে। তিনি পড়ালেখার পাশাপাশি তরুণদের খেলাধুলায় নিয়মিত চর্চা করারও আহ্বান জানান।

এছাড়া উপস্হিত ছিলেন বাংলাদেশ স্টাডিজের শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন-জাহিদ হাসান বিপ্লব,আশরাফ,বিল্লাহ,আবদুস সামাদ ও মিরাজ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু বাংলাদেশ স্টাডিজ লীগ ২০২০ কর্তৃক আয়োজিত এটাই প্রথম ক্রিকেট টুর্নামেন্ট ছিলো।

বাংলাবার্তা/আরএইচ