চবিতে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মাসব্যাপী কর্মশালা শুরু সোমবার

চবি প্রতিনিধিঃ
চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাবের (সিইউএইচসি) আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক কর্মশালা । ‘নো দাইসেলফঃ মার্ক ইউর ডেসটিনেশন’ শিরোনামে এ কর্মশালা চলবে আগামী একমাস ব্যাপী। যেখানে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ক্লাব সভাপতি ছালেহ মো. আব্দুল্লাহ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩৬ নং কক্ষে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে। যেখানে প্রশিক্ষক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ক্লাসে ২ জন স্পিকার থাকবেন। এবং প্রতিটি ক্লাস শেষে প্রশিক্ষণার্থীদেরকে প্রাকটিক্যালি শেখানোর ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব ২০১৭ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি ইতিহাস চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাবার্তা/আরএইচ