কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (সিওইউ মডেল ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশ) নতুন কমিটি গঠন করা হয়েছে । এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হোসাইন।
গত রবিবার আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। মোট ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
ছাড়াও সহ-সভাপতি পদে শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিক আব্দুল্লাহ এবং মেহরাব শোভন, কোষাধ্যক্ষ পদে মোঃ ইমন।
এছাড়াও আরো ১২ টি পদে ১৭ জনকে মনোনয়ন করা হয়। কমিটি ঘোষণার পাশাপাশি শিক্ষাজীবন শেষ হওয়া সদস্যদের নিয়ে সংগঠনটির এলামনাই পরিষদ গঠন করা হয়েছে।