Thursday, July 10, 2025
Homeতারুণ্যএক্সিলেন্সের সহযোগিতায় এইচআর মিটআপ করবে 'কর্ম বাই গুগল'

এক্সিলেন্সের সহযোগিতায় এইচআর মিটআপ করবে ‘কর্ম বাই গুগল’

নিজস্ব প্রতিবেদক:

দুদিনের এই আয়োজনে মোট ৬টি সেশনে বিভিন্ন প্রতিষ্ঠান সিএইচআরও, হেড অফ এইচআর, সিইও, মালিকপক্ষের লোকজন অংশ নেবেন। আয়োজন নিয়ে কর্ম বাই গুগল’র কমিউনিটি পোগ্রাম ম্যানেজার সাগর খালাসী বলেন, ‘এইচআরেরা আমাদের দেশের জবমার্কেটের মূল শক্তি। আমাদের এই আয়োজন করোনাকালীন সময়ে শিক্ষার্থী-চাকরীজিবী সহ নানা পেশার মানুষদের মধ্যে বিভিন্ন শিক্ষনীয় বিষয় জানানোর প্রয়াস।’

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিয়াজ হোসাইন বলেন, ‘এক্সিলেন্স বাংলাদেশ বাংলাদেশের তরুণদের কর্পোরেটের সাথে পরিচয় করানোর জন্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, আন্তর্জাতিক ব্রান্ড ‘কর্ম বাই গুগল’র সাথে কাজ করতে পারাটাও আমাদের জন্য আনন্দের।’

উল্লেখ্য, দুদিন ব্যাপী আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইয়ুথ কার্নিভাল।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments