বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ভারতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০২০’ এ অংশগ্রহণ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থী। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম ও প্রতিবর্তনের সাংগঠনিক সম্পাদক নান্টু বিশ্বাস রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারতের উদ্দেশে রওনা হয়েছেন।
আন্তর্জাতিক এই ফেস্টে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা রয়েছে। এরমধ্যে বিতর্ক ও গানে অংশগ্রহনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছেন মো. তরিকুল ইসলাম ও নান্টু বিশ্বাস।
আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি এই ফেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাবার্তা/আরএইচ