Friday, July 18, 2025
Homeশিক্ষাক্যাম্পাসঅপশক্তি রুখতে চবি ছাত্রলীগ বদ্ধপরিকর- ইকবাল টিপু

অপশক্তি রুখতে চবি ছাত্রলীগ বদ্ধপরিকর- ইকবাল টিপু

চবি প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বাংলাদেশ আজ সারা বিশ্বের রোল মডলে পরিণত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু।

তিনি আরো বলেন, ১৯৪৮ থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬ দফা ও ১১ দফা ভিত্তিক আন্দোলন এবং ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের অবদান অতুলনীয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে একটি বিজ্ঞান ভিত্তিক, কর্মমুখী ও মননশীল শাখায় গড়ে তোলার লক্ষ্যে আজকের সংগ্রামী ছাত্রদেরকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু।

চবি ছাত্রলীগের এই অভিভাবক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবর রহমান এর আদর্শ চর্চায় এবং সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে, স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকবে চবি ছাত্রলীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments