করোনা সন্দেহে বোয়ালখালীর ৩ জন কোয়েরেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সন্দেহে চট্টগ্রামের বোয়ালখালীতে বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়েরেন্টাইনে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তারা ইতালী, ওমান ও ব্রুনাই ফেরত বলে জানা গেছে।

জানা যায়, পৌর সদরের দত্তপাড়ার অরুন চক্রবর্ত্তীর ছেলে সুমন চক্রবর্ত্তী (৩৭) সস্ত্রীক থাকেন ব্রুনাই। করোনা’র ভয়াবহতা দেখে গত ৯ মার্চ ফিরেন দেশে। জ্বর ও সর্দি নিয়ে গতকাল সোমবার চিকিৎসা নিতে আসেন উপজেলা স্বাস্হ্য-কমপ্লেক্সে। অপরদিকে উপজেলার পশ্চিম কধুরখীল জামতল এলাকার মৃত শাহ আলমের পুত্র মজিবুর রহমান (৩৯) থাকেন ইতালীতে। গত ১১ মার্চ বাড়ীতে ফিরে জ্বর,সর্দি-কাশিতে আক্রান্ত হলে তিনিও আসেন উপজেলা স্বাস্হ্য-কমপ্লেক্সে। অপরদিকে গত মাসের শেষের দিকে ওমান থেকে দেশে ফেরেন উপজেলার পশ্চিম সারোয়াতলীর কবির আহমদ চৌধুরীর পুত্র জাহাঙ্গীর আলম চৌধুরী ( ২৯) । তিনিও জ্বর,সর্দি-কাশি নিয়ে গতরাত সাড়ে ৮ টার দিকে আসেন হাসপাতালে।
তাদের ৩ জনেরই রোগের সিনড্রোম দেখে হাসপাতালে কর্তবব্যরত চিকিৎসকগণ পাঠান হোম কোয়েরেন্টাইনে।

জানতে চাইলে উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন- বিদেশ ফেরত সন্দেহভাজন এ ৩ জনকে আমরা হোম কোয়েরেন্টাইনে থাকা সহ চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছি। ব্যাপরটি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তবে এ নিয়ে বোয়ালখালীবাসীকে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই জানিয়েে এ স্বাস্হ্য কর্মকর্তা বলেন পরিস্থিতির প্রতি আমাদের তীঘ্ন নজর রয়েছে।

এমএম/এমএইচ/বাংলাবার্তা