নোবিপ্রবি প্রতিনিধি:
কোভিড-১৯ মহামারীর সুদূরপ্রসারী প্রভাবে বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরিস্থিতির জটিলতা বিবেচনায় এ অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ আবশ্যিক। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
কারণ এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব তরুণ প্রজন্মের উপরই পড়বে। ইয়ুথ অপরচুনিটিস ও আইপিডিসি ফিন্যান্স তাই কোভিড-১৯ পরবর্তী সময়ের উপর আয়োজন করে একটি অনলাইন কনটেস্ট ন্যাশনাল রাইটিং কম্পিটিশন এর। ন্যাশনাল রাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করে ঢাবি, রাবি, চবি, শাবিপ্রবি, মাভাবিপ্রবি, নোবিপ্রবি, নর্থ সাউথ, বিইউপি জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক প্রতিযোগি। প্রতিযোগিতায় ‘কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন’ ক্যাটাগরিতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নাসরাতুল ফেরদৌস।
নাসরাতুল ফেরদৌস বলেন, ইয়ুথ National Writing Competition- কোভিড-১৯ পরবর্তী সময় একটি অনলাইন কনটেস্ট শুরু করেছিল যার উদ্দেশ্য ছিল করোনা পরবর্তী সময়ে আমরা কিভাবে তরুণদের পলিসি মেকিং এর সহায়তায়, তাদের চিন্তাধারণা পরামর্শ নীতি নির্ধারকদের কাছে পৌছানোর দ্বারা এ সংকটময় সমস্যা থেকে মুক্ত হতে পারি। এখানে ১০টি ক্যাটাগরি আয়োজন করা হয় যাতে ১জন করে মোট ১০জন বিজয়ী হয়। আমি “কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন” ক্যাটাগরিতে অংশ নেই। আমার লিখা এবং পরামর্শ ৫৩জন বিচারকের যাচাইবাছাই এর ভিত্তিতে চূড়ান্ত ফলাফল হিসেবে ১ম স্থান দেয়া হয়।
এমডি/এমএইচ/বাংলাবার্তা